spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনতুন প্রজন্মের মননশীলতা এবং সবুজ নেতৃত্ব তৈরিতে ক্যাম্পেইন

নতুন প্রজন্মের মননশীলতা এবং সবুজ নেতৃত্ব তৈরিতে ক্যাম্পেইন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ নতুন প্রজন্মের মধ্যে মননশীলতা এবং সবুজ নেতৃত্ব তৈরীতে রাজশাহীতে  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১৯ সেপ্টেম্বর ২০২৪) বৃহস্পতিবার সকাল ১১ টায় মহানগরীর চন্দ্রিমার পদ্মা আবাসিকে সাইদুর রহমান স্কুলে বৃক্ষরোপন, বিদ্যুৎ এবং জ্বালানীর অপচয়রোধে কার্যকর পদক্ষেপ এবং নিজের পরিবারে এগুলোর চর্চা করার লক্ষ্যে যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় সাইদুর রহমান স্কুলের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমণ্ডলী। 

এসময় সূর্যকিরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনীম জামাল, বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার, কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি, হিসাব ও ব্যবস্থাপনা কর্মকর্তা উপেন রবিদাস উপস্থিত ছিলেন। 

বক্তাগণ বলেন, আজকের শিক্ষার্থীরাই তো আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ, সংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে একটি সংগঠন এর অনেক বড় ভূমিকা কাজ করে। সংগঠন কি, কেন করা হয়, এবং সবুজ নেতৃত্ব বিকাশ, এতে জলবায়ুর সুরক্ষায় কি ধরণের ভূমিকা তা নিয়ে আলোচনা করেন। 

উক্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয়। এতে ৫ জনকে বিজয়ী করা হয়।

আফজাল নাইম অষ্টম শ্রেণীর ছাত্র বলেন, “আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, সংগঠনের প্রয়োজন, পরিবেশ জলবায়ু রক্ষায় নিজেদের করণীয় দিক নিয়ে জানলাম,এবং পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে।”

আরও পড়ুনঃ নরসিংদীতে জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, শিক্ষার্থীদের এ কার্যক্রম গুলো অনেক সচেতন করে, যা বই পুস্তক পড়ার পাশাপাশি খুব সহায়ক ভূমিকা পালন করে স্কুল গুলোতে। এছাড়াও তিনি বারসিক ও যুব সংগঠন কে ধন্যবাদ জানান।

কার্যক্রম শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল, তেতুল, জলপাই, কদবেল, নীম গাছ বিনিময় করা হয় এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।