spot_img

― Advertisement ―

spot_img

বগুড়ায় ৪ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে...
প্রচ্ছদসারা বাংলাআন্দোলনে আহত-শহীদদের স্মরণে দোয়া ও তাফসীরুল কুরআন মাহফিল

আন্দোলনে আহত-শহীদদের স্মরণে দোয়া ও তাফসীরুল কুরআন মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ ছাত্রদের স্মরণে দোয়া ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় পলাশবাড়ী ছাত্র জনতা ঐক্য পরিষদের আয়োজনে জুবায়ের হোসেন জয় এর পরিচালনায় পলাশবাড়ী গার্ডেন সিটি মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শায়েখ মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাসেমী দা:বা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মওলানা ইয়াহিয়া তাকী ও এবং সমাপনী বয়ান ও দোয়া করেন মুফতি ইলিয়াস হোসেন কাসেমী দা:বা:।

আরও পড়ুনঃ বিশ্ব নদী দিবসে কর্ণফুলী নদীকে জাতীয় নদী ঘোষণার দাবি

উপস্থিত বক্তারা বলেন, পলাশবাড়ী ছাত্র জনতা ঐক্য পরিষদ আমাদের এলাকা গঠনে কাজ করবে। বৃক্ষ রোপণ, মাদক বিরোধী অভিযান, গরীবদের জন্য কুরবানি, বই পড়ায় উৎসাহী করার জন্য লাইব্রেরী নির্মাণ, দুর্যোগ মোকাবেলায় ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কাজে এই সংগঠনের সদস্যরা ভোলেন্টিয়ার হিসেবে কাজ করবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন মসজিদের ঈমামগণ, শিক্ষকবৃন্দ, এলাকার বিভিন্ন মেধাবী কৃতি সন্তান ও এলাকাবাসী