spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাসপ্তাহে সাত দিনই হাফ পাস পাচ্ছে শিক্ষার্থীরা

সপ্তাহে সাত দিনই হাফ পাস পাচ্ছে শিক্ষার্থীরা

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ শিক্ষার্থীরা সপ্তাহের সাত দিনই  হাফ পাস সুবিধা পাবেন বলে এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) আহ্বানের পরিপ্রেক্ষিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সেমিনারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইফুল আলম স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে পূর্ববর্তী সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বর্ধিত করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত ঢাকা ও মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য এবং হাফ পাস এর জন্য শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অথবা পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুনঃ জবি রসায়ন বিভাগের ডিবেট ক্লাবের সভাপতি আকরাম সাধারণ সম্পাদক জামিল

প্রসঙ্গত, নিরাপদ সড়ক আন্দোলনের( ঢাকা জেলা)আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আলম নূর বলেন, আজকে সড়ক পরিবহন মালিক সমিতি আমাদের আহ্বানে সাড়া দিয়ে ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিন, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে। এটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে সরকারের প্রতি আমাদের দাবি থাকবে সবধরণের গণপরিবহন অর্থাৎ বাস, রেল, লঞ্চ, মেট্রোরেল সবখানে অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে৷

আগামীকাল ২৪ সেপ্টেম্বর, ২০২৪ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।