গবি প্রতিনিধি:
হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরনের লক্ষ্যে মেডিসিন ব্যাংক তৈরীর ঘোষণা দেন চিকিৎসা ফাউন্ডেশন (CFB)।শুক্রবার (১৫ মার্চ) নিজস্ব কার্যালয়ে এই ঘোষণা দেন সংগঠনটির সিইও।
এ বিষয়ে চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশর চেয়ারম্যান সজল সিংহ বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। এর সঠিক ব্যবহারে যেমন জীবন রক্ষা পায় তেমনি অপব্যবহারে মৃত্যুর ঝুঁকি রয়েছে। ঔষধের সঠিক ব্যবহার নিশ্চিত করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ‘
এ প্রসঙ্গে উক্ত প্রতিষ্ঠানের সিইও, ওষুধ বিজ্ঞানী ডা: পবিত্র কুমার শীল বলেন,ঔষধের মূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষ অতি জরুরি ঔষধ গুলো নিয়মিত গ্রহণ করতে পারছেন না। যার ফলশ্রুতিতে এ রোগ গুলো আরো ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে আর ঝুঁকি বৃদ্ধি পায়। আমাদের একটু সচেতনতা ও সহযোগিতা মানুষের জীবন রক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে পারে। ‘
উক্ত ফাউন্ডেশনের স্বাস্থ্য প্রকল্প পরিচালক জয় সরকার বলেন, চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ মানুষ ও মানবতার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামীতে আমাদের ফাউন্ডেশনের কাজ আরও গণমুখী করার জন্যই আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।ক্রমান্বয়ে এই পরিসেবা আরও বৃদ্ধি করা হবে।’
প্রসঙ্গত, ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ও টাঙ্গাইল এই চার জেলার সমন্বয়ে প্রাথমিকভাবে মেডিসিন ব্যাংক তৈরির ঘোষণা করা হয়। উক্ত চার জেলা থেকে সিএফ-বিডি প্রতিনিধিগণ মেডিসিন সংগ্রহ করবেন এবং পরবর্তীতে তা বিভিন্ন মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে। এ ওষুধ চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান কার্যালয় থেকেও রোগীরা ব্যাবস্থা পত্র দেখিয়ে সংগ্রহ করতে পারবেন।