spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬মাসের কারাদণ্ড

মধুপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৬মাসের কারাদণ্ড

বাবুল রানা বিশেষ(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে মোঃ সেলিম নামের এক যুবককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। সে অত্র এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই মামুনুর রশিদ তার ফোর্সদ্বয়দের সঙ্গে নিয়ে চাপাইদ পূর্বপাড়া এলাকা থেকে মাদক সেবনের সময় তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ শহীদের রক্তের ঋণ শোধ করতে এসেছি; ইবি উপাচার্য

মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন।

এ কাজে সার্বিকভাবে তাকে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।