
মোঃ খালেদ হোসেনঃ
নারিকেল, সুপারি, সয়াবিন আর রুপালি ইলিশের জন্য বিখ্যাত জেলা লক্ষ্মীপুরের জন্মদিন আজ।
একসময় এটি ছিল নোয়াখালী জেলার একটি উপজেলা। ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা থেকে আলাদা হয়, প্রতিষ্ঠা লাভ করে পৃথক জেলা হিসেবে।
আজ ৪০তম জন্মবার্ষিকী পূর্ণ করল আমার জন্মস্থান, প্রিয় লক্ষ্মীপুর জেলা। এটি মেঘনা উপকূলীয় একটি সমৃদ্ধ জনপদ। মেঘনা ও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রাম এ অঞ্চলকে আরও সমৃদ্ধ করেছে।
শুভ জন্মদিন প্রিয় জন্মস্থান। মাথা উঁচু করে এগিয়ে যাক সগৌরবে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে। এরপর ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন ৫নং বাঞ্ছানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে এই পৌরসভাটির বিস্তৃতি ঘটে। রায়পুর, রামগঞ্জ, রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে ১৯৭৯ সালের ১৯ জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা।