
মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুর ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক সমাজ ও কল্যানমূলক রাস্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, সকল মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। রুকন ভাই বোনদেরকে ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন অটুট রাখতে হবে। ফ্যাসীবাদী হাসিনা সরকার শাসন আমলে কোন নির্বাচন হয়নি। নির্বাচনের নামে হয়েছে প্রহসন।
শুক্রবার(৪ অক্টোবর) সকাল ৯টায় মাগুরার নোমানী ময়দানের আসাদুজ্জামান মিলনায়তনে জামায়াতের রুকন সম্মেলনে তিনি এসব বলেন।
তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের উপর নেমে এসেছে অত্যাচার জুলুম ও নির্যা৷তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য তারা সর্বাত্বক চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন সীমাহীন লুটপাটের মাধ্যমে হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধবংস করে দিয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকেরের সভাপতি বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসেন, যশোর- কুস্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন, কুষ্টিয়া জেলার সাবেক আমীর ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার মহসিন আলী, নড়াইল জেলা আমীর এ্যডভোকেট আতাউর রহমান বাচ্চু।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে এবছর ৭৮ টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে
বিশেষ অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন – আগামী দিনের নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতের শপথের সদস্যদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ওবাইদুল্লাহ কায়সার, কর্মপরিষদ সদস্য মাওলানা মারুফ কারখী, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ আশিকুর রহমানসহ অন্যরা। সম্মেলনে জেলার ৬২৬ জন মহিলা – পুরুষ রুকন অংশগ্রহণ করেন।