
মোঃ আব্দুল আউয়াল খান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরানেকে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল দশটায় আঠার বাড়ির ইত্তেফাকুল উলামায়ে কেরামের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
এই গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে ধরনের কটূক্তি ও অবমাননা করা হয়েছে, তা একদম মেনে নেওয়া যায় না। যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এছাড়া উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম নেতৃবৃন্দও তাদের বক্তব্যে একই দাবি জানান। তারা বলেন, মহানবী (সা.) এর মর্যাদা ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে এবং এর সাথে যুক্ত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুনঃ এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সমাবেশে আরও ছিলেন, ইত্তেফাকুল উলামা আঠারবাড়ী শাখার সভাপতি ক্বারী আব্দুল খালেক, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, উক্তি সংগঠনের সহসভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা সহ সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার কামিল, মুজাহিদ কমিটি আঠারবাড়ী শাখার সভাপতি মাওলানা আতহার মাহের।
গণসমাবেশের শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন ক্বারী আব্দুল খালেক। মুনাজাতে সমবেত মুসল্লিরা মহানবী (সা.) এর সম্মান রক্ষার জন্য দোয়া করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে আল্লাহর সাহায্য কামনা করেন।
সমাবেশের সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, “মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি বা অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা অব্যুত্থানকালীন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে দ্রুত এমন অপরাধীদের বিচার করা হয় এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”