spot_img

― Advertisement ―

spot_img

ছাত্রলীগের জনমত গঠনকারী থেকে ছাত্রদল নেতা: শিক্ষকের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ রাসেল হলে খাবারের কুপন বিতরণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দপ্তর...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমাভাবিপ্রবি জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক দিদারুল

মাভাবিপ্রবি জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক দিদারুল

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রিবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া। ৯ সেপ্টেম্বর ২০২৪ (বুধবার) সকালে তিনি দপ্তরের কার্যালয়ে যোগদান করেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ড. মোহাঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ড. মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়াকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। 

আরও পড়ুনঃ আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা, বগুড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি!

উল্লেখ্য, ড. মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া ২০১২ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।