spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামচট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন পুনরায় চালুর দাবি

চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন পুনরায় চালুর দাবি

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে রহস্যজনকভাবে বন্ধ থাকা ডেমু ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মুহাম্মদ নাজমুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আলমদার, আবুল হোসেন ছাবের ও ফিরোজুল আলম চৌধুরী (পলাশ)।

ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু বলেন, “আমি পটিয়ার খানমোহনা স্টেশনের স্থায়ী বাসিন্দা। শৈশব থেকে দেখে আসছি, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে চার জোড়া ট্রেন চলাচল করত। কিন্তু বর্তমানে একটি ডেমু ট্রেনও বন্ধ রয়েছে। চাকরি, ব্যবসা ও শিক্ষার জন্য দোহাজারী থেকে চট্টগ্রাম শহরে আসা যাওয়া করা লোকজনের জন্য এটি অত্যন্ত কষ্টকর।”

তিনি জানান, “ইতোপূর্বে রেলওয়ের বিভিন্ন সভায় আমি ডেমু ট্রেন চালুর দাবিতে বক্তব্য রেখেছিলাম। তবে ডেমু ট্রেন চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি জানা গেছে, পাহাড়তলী লোকোশেড থেকে একটি ডেমু ট্রেন মেরামত শেষে শীঘ্রই পুনরায় রেলপথে যুক্ত হবে। আশা করছি, এটি চট্টগ্রাম-দোহাজারী রুটে চালু হবে।”

আরও পড়ুনঃ বাংলাদেশ সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমিঃ ড. ইউনূস

ডাঃ শাখাওয়াত আরও বলেন, “নাজিরহাট লাইনে ট্রেন নিয়মিত চালু থাকলে আমাদের চট্টগ্রাম-দোহাজারী লাইনে কেন বন্ধ থাকবে? এই রুটে যাত্রীদের জন্য ট্রেন চালু হলে যাতায়াত খরচ কমবে এবং পণ্য পরিবহনেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমি দোহাজারী লাইনের যাত্রীদের অনুরোধ করব, বিনা টিকেটে ভ্রমণ করবেন না। আপনারা একটি শক্তিশালী যাত্রী কল্যাণ সমিতি গঠন করুন, যা নাজিরহাট যাত্রী সমিতির মতো কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “নাজিরহাট লাইনের যাত্রীরা দোহাজারী লাইন থেকে রেলওয়েতে আয় (রাজস্ব) অনেক বেশি দিচ্ছে, সেজন্য কারিগরি ত্রুটি ছাড়া কখনও নাজিরহাট লাইনে ট্রেন বন্ধ থাকে না কিংবা এ যাবত বন্ধ হয়নি, যতবার দোহাজারী লাইনে বন্ধ হয়েছে। আমাদের দোহাজারী লাইনের যাত্রীদের নিকট আকুল আবেদন আপনারা বিনা টিকেটে রেল ভ্রমণ করবেন না, যদি তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েন তাহলে পরবর্তী ষ্টেশনে নেমে হলেও টিকেট করবেন কিংবা আপনাদের নিজ নিজ গন্তব্যে নেমে টিকেট করে নিবেন।”

তিনি উল্লেখ করেন, “পটিয়ার গর্ব একজন রেলওয়ে কর্মকর্তা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, যার ফলে ডেমু ট্রেন চালুর প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।”