
খালিদ বিন শওকত, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিমুলিয়া এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ শিশুর মৃত্যু হয়। সকাল আনুমানিক ৭টায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির মাইক্রোবাস (রেজি নং- ঢাকা মেট্রো চ-১৫-৮৭৬৮) ৫ শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই মিম খাতুন (১২) নামে এক শিশু মারা যায়।
আহত অবস্থায় বাকি শিশুদের হাসপাতালে নেওয়া হলে, তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। অপর শিশু ফাতেমা খাতুন (৯) গুরুতর আহত হয়।
এ ঘটনার পর পলাতক মাইক্রোবাস চালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে খোকসা থানায় মামলা (মামলা নং ১০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪) দায়ের করে। ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং র্যাব চালকের সন্ধানে গোয়েন্দা নজরদারি শুরু করে।
আরও পড়ুনঃ কুষ্টিয়া মিরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “জাগো তারুণ্যের” কমিটি ঘোষণা
অবশেষে র্যাবের সহযোগিতায় গত ৮ অক্টোবর ২০২৪ তারিখ রাতে মেহেরপুর জেলার গাংনী থানার ঈদগাহপাড়া এলাকা থেকে পলাতক চালক মোঃ কাবের আলী (২৮) গ্রেফতার হয়। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌড়হাস হাইওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।