spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলাবাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

মোঃ সাইফুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রকাশ করা হয়।

ফোরামটি তরুণ লেখকদের সৃজনশীলতার বিকাশ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কাজে সহায়তা প্রদান করে থাকে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর শাখা রয়েছে এবং পবিপ্রবির শাখায় নতুন আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষিত হয়েছে।

পবিপ্রবি শাখার আহ্বায়ক করা হয়েছে আইন ও ভূমি প্রশাসন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নবী সোহানকে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সাইদুর রহমান, এবং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা আলম, সুমাইয়া আক্তার ও আবদুল্লাহ মুহসিন।

নতুন দায়িত্ব পাওয়ার পর নুরুন্নবী সোহান বলেন, “এই দায়িত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ লেখকদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং পবিপ্রবি শাখাকে সমৃদ্ধ একটি লেখক প্ল্যাটফর্মে পরিণত করার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করব।”

আরও পড়ুনঃ কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪শিশুর মৃত্যু: পলাতক চালক গ্রেফতার

মো. সাইদুর রহমান তার প্রতিক্রিয়ায় জানান, “আমরা লেখালেখির মাধ্যমে সমাজ, সংস্কৃতি এবং সৃজনশীলতায় অবদান রাখতে চাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নতুন সৃষ্টিশীল যুগের সূচনা করতে সক্ষম হব।”

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্যরা আগামী ৬০ দিনের মধ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ লেখকদের বিকাশে কাজ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখার মান উন্নয়নে এবং সমাজের বিভিন্ন ইস্যুতে তাঁদের মতামত প্রকাশে সহায়তা প্রদান করে থাকে।