spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলানবাগত ওসির সাথে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময়

নবাগত ওসির সাথে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমানের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়।

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও একুশে সংবাদ.কম এর উপজেলা প্রতিনিধি মেছবাহুল আলমের সঞ্চালনায় উপস্থিত  ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম,  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল  ইসলাম জয়, দৈনিক মতপ্রকাশের উপজেলা  প্রতিনিধি কামরুল হাসান, দখিনের ক্রাইমের উপজেলা প্রতিনিধি মাহমুদ হাসান, আগামীর সংবাদের রাহিমুল ইসলাম, দৈনিক দেশ প্রতিদিনের জিল্লুর রহমান মানিক, কোষাধ্যক্ষ আব্দুর রউফ মন্ডল প্রমুখ।

আরও পড়ুনঃ ইবিতে ভোগান্তি হ্রাসে আইসিটি বিভাগের হেল্পডেস্ক

উক্ত সভায় সংবাদকর্মীরা ভূরুঙ্গামারী উপজেলার মাদক কারবারি , ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ নানা অপরাধের বর্ণনা দেন এবং অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

আলোচনা কালে (ওসি) জিল্লুর রহমান বলেন, সাংবাদিকদের সাথে আমরা একই প্লাটফর্মের কাজ করব। যেখানে অন্যায়- দুর্নীতি দেখবো সেখানেই নিজেকে উজার করে দেওয়ার চেষ্টা করবো। তিনি আরো বলেন, আপনাদের সার্বিক সহোযোগিতা পেলে সুচারুভাবে কাজ করতে সক্ষম হবো। তাই সর্বোপরি আপনাদের সহযোগিতা কামনা করছি।