spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাশাজাহানপুরে পূজামণ্ডপ ঘুরে দেখলেন জামায়াত নেতারা

শাজাহানপুরে পূজামণ্ডপ ঘুরে দেখলেন জামায়াত নেতারা

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা।

বৃহস্পতিবার সন্ধা ৭টা থেকে মাদলা জমিদার বাড়ি পূজামণ্ডপ,গন্ডগ্রাম রামকৃষ্ণআশ্রম মন্দির,আদিকালীবাড়ি মন্দির,আশেকপুর পূজা মন্দির সহ মাদলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম,উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান, মাওলানা গাজীউর রহমান, মাদলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ওয়ারাসাতুল মোস্তফা, বায়তুল মাল সেক্রেটারি আমজাদ হোসেন, শাজাহানপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, মাওলানা মোস্তাকিম হোসেন,মাওলানা শাহাদাত হোসেন, সোহেল রানা প্রমুখ।

আরও পড়ুনঃ বগুড়ায় বিলের পানিতে গোসলে নেমে প্রা’ণ গেল দুই শিশুর

উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল লতিফ বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে।
তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো বাধাপ্রাপ্ত হয়, তাহলে রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।