
মো: মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনব্যাপী ৬৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষকদের বিনামূল্যে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, পলিনেট এবং বালাইনাশক প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জনাব বুলবুল আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক দুলাল এবং কৃষি প্রকৌশলী সাইদুর রহমান।
আরও পড়ুনঃ কালীগঞ্জে চোরাই গরুরসহ চোর চক্রের ২জন আটক
প্রধান অতিথি বুলবুল আহমেদ তার বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উল্লেখযোগ্য সফলতা পাওয়া গেছে, যা দেশের পেঁয়াজের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার জানান, প্রকৃত প্রান্তিক পেঁয়াজ চাষিদের প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করতে সতর্কতার সঙ্গে কাজ করা হয়েছে। চাষিদের পরামর্শ ও সহযোগিতা প্রদানে কৃষি অফিস সবসময় প্রস্তুত রয়েছে।
আশা করা হচ্ছে, দুই দিনের মধ্যে প্রণোদনার কার্যক্রম সম্পন্ন করা হবে এবং এই উদ্যোগ চাষিদের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।