spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে টিএসসিসি'র নতুন পরিচালক ড. জাকির, এস্টেট প্রধান আলাউদ্দিন

ইবিতে টিএসসিসি’র নতুন পরিচালক ড. জাকির, এস্টেট প্রধান আলাউদ্দিন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন এবং এস্টেট অফিসের প্রধান হিসেবে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোহা: আলাউদ্দিন নিয়োগ পেয়েছেন। তিনি শামসুল ইসলাম জোহার স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) আগামী এক বছরের জন্য উভয়ই এই পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য।

আরও পড়ুনঃ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের প্রতিবেদন ইবি উপাচার্যকে হস্তান্তর

টিএসসিসি’র নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “আমাকে নিয়োগ প্রদানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি টিএসসিসি’র সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাবো। অডিটোরিয়ামকে প্রোগ্রামের জন্য উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করবো। অনেকদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে। ক্যাফেটেরিয়াকে পুনরায় চালু করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।”