spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটকেমন কাটলো মিরপুর টেস্টের প্রথম দিন?

কেমন কাটলো মিরপুর টেস্টের প্রথম দিন?

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনটি নানা নাটকীয়তায় ভরপুর। তবে শেষপর্যন্ত দিনটি সফরকারী প্রোটিয়া দলের পক্ষেই রয়েছে।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে ধুঁকতে থাকে। কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং কেশব মহারাজের দুর্দান্ত বোলিং আক্রমণে বাংলাদেশি ব্যাটারদের প্রতিরোধ গড়ে তোলার কোনো সুযোগই ছিল না। দক্ষিণ আফ্রিকার পেস এবং স্পিনের মিশ্রণে চেপে ধরে বাংলাদেশকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয়।

বাংলাদেশের ইনিংসের চতুর্থ উইকেট পড়ার সঙ্গে সঙ্গে রাবাদা তার টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

১০৬ রানে বাংলাদেশ অলআউট হওয়ার পর, দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ছিল অনেকটা অস্বস্তির। বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ তার প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করে সাজঘরে ফেরান। তবে এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে।

যদিও তাইজুল ইসলামের স্পিন আক্রমণ তাদের বেশ বিপাকে ফেলে দেয়।তাইজুল তার অভিজ্ঞতার ঝুলি থেকে দুর্দান্ত কিছু ডেলিভারি বের করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে আঘাত করেন। তিনি একে একে বেডিংহ্যাম, স্টাবস এবং ব্রিটজকেকে আউট করেন।ব্রিটজের উইকেটের মাধ্যমে তাইজুল টেস্ট ক্রিকেটে নিজের ২০০তম উইকেট শিকার করেন, সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। পরে আরও ২ উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৩তম বারের মতো ৫ উইকেট নেন তিনি।

আরও পড়ুনঃ মাত্র ১০৬ রানেই ইনিংস শেষ বাংলাদেশের

দিনের খেলা শেষ হওয়ার আগে আরও ৬ ওভার খেলা হওয়ার কথা ছিল। তবে মিরপুরের আলো-স্বল্পতা দিনের খেলার ইতি টেনে দেয়। এদিন দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে। শেষদিকে ব্যাটিংয়ে থাকা রায়ান রিকেলটন ও প্রোটিয়াদের লোয়ার অর্ডার ব্যাটাররা দ্বিতীয় দিন ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং বাংলাদেশের বিপক্ষে লিড বাড়ানোর চেষ্টা করবেন।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ এবং তাইজুল ইসলাম বল হাতে সাফল্য পান। হাসান ইনিংসের শুরুতেই দারুণ একটি উইকেট এনে দেন এবং তাইজুল ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোরের পথে এগোতে দেয়নি।