spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মধুপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বাবুল রানা, বিশেষ(মধুপুর) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে মধুপুরের আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের উদ্যোগে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুর দলীয় কার্যালয় থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে ফিরে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ ইবি’র ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মুক্তারুল-যোবায়ের

মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম, মোশাররফ হোসেন মনি সরকার, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান এবং সাবেক পৌর মহিলা দলের সভাপতি সোনিয়া আকন্দ। এছাড়াও বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে বক্তারা সালাম পিন্টুর মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।