spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাঅবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কলয়াদিয়ার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে স্মার্ট, সনি-১, ও সনি-২ নামক ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান এবং ফসলি জমির নিকট অবৈধভাবে স্থাপিত এসব ইটভাটা দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল। অভিযানে তিনটি ইটভাটার মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আরও উল্লেখ করেন, পর্যায়ক্রমে আরও অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বীরগঞ্জে ক্ষতিপুরনসহ পাওনা টাকা আদায়ে সংবাদ সম্মেলন

অভিযানটিতে প্রশাসনকে সহায়তা করে বিজিবি, থানা পুলিশ, এবং আর্মড পুলিশ। এছাড়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এর অংশ হিসেবে শিবগঞ্জে এসব ভাটা ভেঙে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছিল। সেই সময় শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের নিকট একটি স্মারকলিপিও প্রদান করে।