spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলাকেন্দুয়ায় ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টটিভ অ্যাসোসিয়েশন'র মডেল কমিটি গঠন

কেন্দুয়ায় ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টটিভ অ্যাসোসিয়েশন’র মডেল কমিটি গঠন

মো. আব্দুল আউয়াল খান, বিশেষ প্রতিনিধি: কেন্দুয়া উপজেলার ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর নতুন মডেল কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) কেন্দুয়া উপজেলার পাবলিক হলে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে শামসুল আলম (ওরিয়ন ফার্মা) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সুমন খান (র‍্যাংগস ফার্মা) নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রাসেল ভূঞাকে অন্তর্ভুক্ত করে ৫৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানে সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা ফারিয়ার সভাপতি জনাব মোবারক হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ফারিয়া জনাব হাবিবুর রহমান হাবিব।

আরও পড়ুনঃ বগুড়ায় ভূমিদস্যুর কবল থেকে ভিটে-মাটিরক্ষার দাবিতে মানববন্ধন

বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ কুমার সরকার, সরকারি কমিশনার মাহমুদুল হাসান, এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের ফারিয়ার সভাপতি জনাব গাজী মোহাদ্দেস হোসাইন ইয়াকুব।