মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর যুবদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ঐতিহাসিক বিপ্লব উদ্যানে (ষোলশহর ২ নম্বর গেট) শ্রদ্ধা নিবেদন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
সমাবেশে দীপ্তি বলেন, যুবদল দেশের যুবসমাজের আশা ও শক্তির প্রতীক হয়ে কাজ করছে এবং আন্দোলনের ধারাবাহিকতার পাশাপাশি যুবসমাজের অধিকার আদায়ের প্রচেষ্টায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা হয়, যা এখনো দেশের বিভিন্ন স্তরে নেতৃত্বের বিকাশে অবদান রাখছে।
মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ তার বক্তব্যে বলেন, যুবদল দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে। এই সংগঠনের নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় ৩০০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল সেবা দেন, যার নেতৃত্বে ছিলেন ডা. ইফতেখার মো. আদনান ও ডা. হাসানুল বান্না।
আরও পড়ুনঃ নরসিংদীতে অভিযোগের ৩ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন- ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, আব্দুল করিম, সাহাবুদ্দিন হাসান বাবু প্রমুখ।
এই আয়োজন যুবদলের সংগঠনকে শক্তিশালী করা ও সদস্যদের মধ্যে ঐক্য এবং সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।