spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাকুয়াকাটায় দেয়াল ধসে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কুয়াকাটায় দেয়াল ধসে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের দেয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) প্রায় দুপুর (১১:৫০) এর দিকে রাখাইন মার্কেটের মন্দির সংলগ্ন এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকার কচ্ছোপখালির বাসিন্দা শ্রমিক, মো. কামাল (৪০) এবং একই এলাকার শ্রমিক আবু বকর মৃধা (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা কানসাই ইন হোটেলের পাশে রাখাইন মার্কেট সংলগ্ন একটি দোকানে সংস্কার কাজ করছিলেন। কাঠের অবকাঠামো নির্মাণের সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে এবং তারা চাপা পড়েন, ঘটনাস্থলে গিয়ে যা দেখলাম দেয়ালের খুটি অনির্ভরযোগ্য ছিল এজন্য দেয়াল দশে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ শ্রেণিকক্ষ ব্যবহারের দাবিতে ইবির চারুকলার শিক্ষার্থীদের আমরণ অনশন

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নোমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নির্মাণ কাজে আরও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।