spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড়

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে “সততা ড্রাগ হাউজ” নামে এক ফার্মেসিকে...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে ইলেকট্রিক ফাঁদে এক বক শিকারীর মৃ'ত্যু

নালিতাবাড়ীতে ইলেকট্রিক ফাঁদে এক বক শিকারীর মৃ’ত্যু

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে  বক শিকার করতে এসে আমির উদ্দিন(৩৫) নামে এক বক শিকারীর  মৃতদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। 

মঙ্গলবার ৫ নভেম্বর উপজেলার মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির উদ্দিনের বাড়ি নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বরকত আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দক্ষিণ কোন্নগর আলহাজ্ব ফরহাদ আলীর আমন ধান ক্ষেত থেকে   আমির উদ্দিনের লাশ  উদ্ধার  করে নালিতাবাড়ী থানা পুলিশ। ফসল রক্ষা করতে আমন  ধানের  আইলে ইলেকট্রিক ফাঁদ ব্যবহার করা হয়, আর সেই ফাঁদে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমির উদ্দিন নামে সেই বক শিকারি। 

আরও পড়ুনঃ গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান রাজশাহীর নবাগত জেলা প্রশাসকের

 এর আগে ৩ নভেম্বর  রবিবার বক শিকারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি আমির। তারপর পরিবারে দুই ছেলে ও এক মেয়ে আছে।  পরিবারের একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের  মাতম বইছে তার বাড়িতে। 

 বিষয়টি নিশ্চিত করে  নালিতাবাড়ী থানার  ভারপ্রাপ্ত  কর্মকর্তা   ওসি ছানোয়ার  হোসেন বলেন  পুলিশ ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। বুধবার সকালে তদন্তের জন্য লাশ মর্গে  পাঠানো হবে  এবং সে অনুযায়ী পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।