spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআইটিইটি'র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন

আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন

মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর চতুর্দশ কেন্দ্রীয় কাউন্সিল পদত্যাগপূর্বক বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, আইটিইটি, বাংলাদেশ-এর ঐতিহ্যকে পুনরুদ্ধার করে সবার অংশগ্রহণে একটি গঠনমূলক নির্বাচন, সদস্যদের চাহিদা মোতাবেক কর্মপন্থা নির্ধারণ এবং সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হন ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার।

তাছাড়া যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামান সিআইপি ও ইঞ্জিনিয়ার এটিএম সামসু উদ্দীন খান, সদস্য সচিব হন ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন।

আরও পড়ুনঃ পলিথিন মুক্ত ক্যাম্পাস গড়তে ইবিতে গ্রীন ভয়েস’র পরিচ্ছন্নতা অভিযান

তাছাড়া কমিটির অন্যান্য সদস্যদের নামের তালিকা খুব শীঘ্রই প্রকাশ হবে জানা যায়।