spot_img

― Advertisement ―

spot_img

আবিদের বক্তব্য নিয়ে ইবি শিবির কর্মীদের ব্যাঙ্গাত্বক ভিডিও, সমালোচনার ঝড়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)'র ভিপি প্রার্থী আবিদুল ইসলামের উক্তি নিয়ে ব্যাঙ্গাত্বকভাবে উপস্থাপনের ভিডিও তৈরির ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন 

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন 

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সেলিব্রেটি এক্সিলেন্স ইন ফাইনান্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করেছে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এবং হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়। 

শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। 

এসময় হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব নসরুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান র‍্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. রুহুল আমীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ রায়পুরে লোকালয়ে ক্ষুধার্ত হনুমান

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, বিশ্বের অর্থনীতিকে স্বচ্ছ এবং পরিপূর্ণ রাখার পিছনে আমরা কাজ করে যাচ্ছি। একইসাথে সারাবিশ্বে যারা এই দ্রুত পরিবর্তনের অংশ হচ্ছে তাদেরকে আমরা আজকের দিনটিতে স্মরণ করতে দিবসটি উদযাপন করেছি। এবছর দিবসটি উদযাপনের এই উদ্দেশ্যটিই নির্ধারিত হয়েছে।