spot_img

― Advertisement ―

spot_img

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা ৩০ দিনের মধ্যে

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাবির লোকপ্রশাসন ছাত্র সংসদ নির্বাচনে ভিপি সিয়াম, জিএস সজল, এজিএস মাহ্ আলম

জাবির লোকপ্রশাসন ছাত্র সংসদ নির্বাচনে ভিপি সিয়াম, জিএস সজল, এজিএস মাহ্ আলম

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে ৪৮ ব্যাচের আশফাক উজ জামান সিয়াম, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৪৯ ব্যাচের আবু বক্কর সিদ্দিক সজল এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ৫০ ব্যাচের মাহ্ আলম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন- কোষাধ্যক্ষ পদে পারভেজ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ইফাজ উদ্দিন আহমেদ জীম, স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে নাগীব মাহফুজ কাব্য, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে সজীবুর রহমান সজীব, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া আক্তার সিন্থী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শ্রাবণী রাণী দাস, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে দেওয়ান রুমাইয়া আফরিন, দপ্তর বিষয়ক সম্পাদক পদে আবদুল বারী এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমীর আব্দুল্লাহ তাহমিদ ওহি নির্বাচিত হয়েছেন।

পাশাপাশি ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক পদে নাজমুল হক অনিব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক পদে রিদওয়ান আহমেদ রাব্বি, ক্যারিয়ার বিষয়ক সহ-সম্পাদক পদে রাজিনুর ইসলাম পিয়াল, দপ্তর বিষয়ক সহ-সম্পাদক পদে শরীফুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক পদে মিলন হক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আর রাফি, হামী হাসনাইন হাসান এবং সালমান নাজাফি।

আরও পড়ুনঃ বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৬ জন

ফলাফল প্রকাশ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিভাগ হিসেবে আমরা ছাত্র সংসদ নির্বাচনে সকল প্রার্থীর ডোপ টেস্ট করিয়েছি। টেস্টে সকল প্রার্থীই উত্তীর্ণ হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে বিভাগের প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিজয়ী ও পরাজয়ী সবাই এক হয়ে বিভাগের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।’