spot_img

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা সত্ত্বেও বহিরাগতদের অবাধ প্রবেশঃ নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধে বহিরাগতদের প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে এসব নিয়ন্ত্রণে প্রশাসন মাইকিং-বিজ্ঞপ্তিতেই দায় সারছেন।সরেজমিনে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরিফুল-তালুকদার

ইবিতে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরিফুল-তালুকদার

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্বাচনের  মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী  সোলাইমান তালুকদার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের  তৃতীয় তলায় নির্বাচনের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক  ড. ওবায়দুল ইসলাম,  সহকারী  নির্বাচন কমিশনার ছিলেন বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির  সভাপতি  দিদারুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক আলী আকবর শেখ। এসময় নির্বাচনে অর্ধশতাধিক ভোটার ভোট প্রদান করেন। 

আরও পড়ুনঃ দেবহাটার সখিপুরের কারখানায় এসিল্যান্ডের অভিযান

নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম বলেন, “আমার উপর যে দায়িত্ব এসেছে আমি আমানত হিসেবে সর্বোচ্চ পালন করার চেষ্টা করবো। আমি চাইবো জেলা কল্যাণের মাধ্যমে সবার সহযোগিতা করার। সবার সহযোগিতা আমার একান্ত কাম্য।”