spot_img

― Advertisement ―

spot_img

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩শিক্ষার্থী, বহিষ্কার  ৭

মোঃ সাইফুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধিঃ র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের ঘোষণা দিলেও রাতভর র‍্যাগিংয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৩ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপবিপ্রবিতে 'লেট’স ক্লিন আওয়ার ক্যাম্পাস' কর্মসূচি

পবিপ্রবিতে ‘লেট’স ক্লিন আওয়ার ক্যাম্পাস’ কর্মসূচি

মোঃ সাইফুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এক নজিরবিহীন উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে ‘লেট’স ক্লিন আওয়ার ক্যাম্পাস’ শীর্ষক কর্মসূচি আয়োজন করেছে।

পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এই র‍্যালি শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রোধ এবং ক্যাম্পাসের সব সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, শরীরচর্চা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ, রোভার মেট ২৪ অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কয়েকশ’ শিক্ষার্থী।

প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ক্যাম্পাসে পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। শিক্ষার্থীসহ ক্যাম্পাসের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল হতে হবে। এটি একটি যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্ভব।”

আরও পড়ুনঃ ইবিতে মহাকবি ইকবালের চিন্তাদর্শন শীর্ষক সেমিনার

ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান জানান, “এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা দেওয়া হয়েছে।”

এই কর্মসূচি পবিপ্রবি ক্যাম্পাসে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।