তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সংগঠন কম্পিটিটিভ প্রোগ্রামার্স ইউনিয়নের উদ্যোগে আন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া ভবনে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
এছাড়াও সেখানে এনলাইট সল্যুশনস, জেন জেড আইটি, জেরন আইটি এবং কিউ এ প্রো এর সহযোগিতায় ম্যাথ কম্পিটিশন ও টেক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিএসই, আইসিটি, গণিত ও পরিসংখ্যান বিভাগের মোট ৩৬ টি দল অংশগ্রহণ করে। এতে ১০ টি সমস্যার মাঝে ৮ টি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয় টিম ‘সিএসই ডিসেন্ডিং’। ম্যাথ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিএসই বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল মহাসিন। এতে সেরা ভলান্টিয়ার হয় বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হক।
আরও পড়ুনঃ সাংবাদিক পরিচয়ে জবির টিএসসিতে দোকান দখল ও মালামাল লুটপাট
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হক, অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, অধ্যাপক ইবরাহীম আব্দুল্লাহ এবং আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন।