spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের ৭...
প্রচ্ছদসারা বাংলাআমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য: ডিআইজি চট্টগ্রাম

আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য: ডিআইজি চট্টগ্রাম

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, “সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্য অপরিহার্য। দীর্ঘ সময় ধরে যারা অত্যাচার ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের ঐক্য ও সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সেদিকে সজাগ থাকতে হবে।”

মঙ্গলবার বিকেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আকতার হোসেন। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার।

সভায় উপস্থিত বক্তারা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ রাজশাহীতে ভুয়া ডিজিএফআই গ্রেফতার

সভায় বক্তারা সবাইকে ঐক্যের মাধ্যমে সমাজের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান।