spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় মরা গরুসহ কসাই ও সহযোগী আটক

বগুড়ায় মরা গরুসহ কসাই ও সহযোগী আটক

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে মরা গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক কসাই ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) রাত ৩টার দিকে পৌর শহরের অর্জুনপুর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শিবগঞ্জের রাঙ্গামাটির ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই গ্রামের মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)।

শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানিয়েছেন, আটককৃতরা মরা গরু জবাই করে সাধারণ মানুষকে প্রতারণার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের বিশেষ টহল দল তাদের আটক করে এবং তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিনের জেল প্রদান করা হয়।

আরও পড়ুনঃ আমতলীতে পুলিশের অভিযানে ১৪ চোরাই গরু উদ্ধার

শিবগঞ্জ থানা থেকে জানানো হয়, মাংসের মান নিয়ে সচেতন থাকার জন্য এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের ঘটনা রোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জনগণের দাবিতে মরা পশু বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।