spot_img

― Advertisement ―

spot_img

১৫ বছরের অবরুদ্ধ সাংবাদিকতার অবসান ঘটেছেঃ ফয়েজ আহম্মদ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শুক্রবার রাতে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তা প্রদান 

লক্ষ্মীপুরে আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তা প্রদান 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  শহিদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে এই সহায়তা প্রদান করা হয়। ১৬ জন শহীদ পরিবার  ও ২৫৮ জন আহত পরিবারের মাঝে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় প্রতিটি শহীদ পরিবারকে ১০ হাজার টাকা ও প্রত্যেক আহতদের পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে  ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ বরেন্দ্র অঞ্চলের জন্য জলবায়ু ন্যায্যতায় যুবদের ১২ দফা দাবি

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহিদ পরিবারের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।