spot_img

― Advertisement ―

spot_img

দেবহাটায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেবহাটা উপজেলা জামায়াতের...
প্রচ্ছদসারা বাংলাদেবহাটায় অর্থনৈতিক শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ

দেবহাটায় অর্থনৈতিক শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলায় অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আগের জনশুমারি প্রকল্পে দায়িত্ব পালনকারীদের অনেককেই বাদ দিয়ে এনজিও কর্মী ও শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রধান অভিযোগসমূহ: জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, পূর্ববর্তী প্রকল্পে নিয়োজিত কর্মীরাই পুনরায় আবেদন করতে পারবেন এবং যারা কর্মরত ছিলেন, তারা একই পদে আবেদন করবেন। এছাড়া সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরতরা নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু এই নিয়ম মানা হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় এনজিও কর্মী ও প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তিদের নিয়োগ দিতে বিশেষ সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।

  • অভিযোগের বিষয়ে অজয় কুমার গোলদার তা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

  • কাজী সিদরাতুল মুনতাহা জানান, তিনি যোগদানের আগে তালিকা তৈরি হয়েছে। যদি কেউ অর্থ লেনদেন করে থাকেন, তা তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুনঃ দুই দশকেও সংস্কার হয়নি রামগঞ্জ- লক্ষ্মীপুর  ওয়াপদা সড়ক 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

যুব সম্প্রদায়ের পক্ষ থেকে প্রকৃত অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই অভিযোগের পর প্রশাসনের কার্যকরী পদক্ষেপ এবং যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে বলে প্রত্যাশা।