
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে রামগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। এতে উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের ভূমিকা, দায়বদ্ধতা এবং করণীয় নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌস।
আরও পড়ুনঃ রামগঞ্জে ৬৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক কামাল হোসেন, আবুল বাশার এবং রহিমা বেগম।
সভায় অংশগ্রহণকারীরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, প্রশাসন এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, শিক্ষকরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চিন্তার বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।