spot_img

― Advertisement ―

spot_img

১‘শ রাউন্ড গুলিসহ রায়পুরাতে এক যুবক গ্রেফতার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড গুলিসহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ। গোপন...
প্রচ্ছদসারা বাংলাবর্ণাঢ্য আয়োজনে রায়পুরার হানাদার মুক্ত দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে রায়পুরার হানাদার মুক্ত দিবস উদযাপন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে রায়পুরা মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের এই গৌরবোজ্জ্বল দিনে উপজেলার দামাল ছেলেরা একত্রিত হয়ে ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক ও আইনজীবীদের সমন্বয়ে শত্রুমুক্তি অর্জনে সাহসিকতার পরিচয় দেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। মুক্তিযোদ্ধা সন্তান জাকির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন এবং আরও অনেকে।

আরও পড়ুনঃ ‘বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ’

বক্তারা ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, ১০ ডিসেম্বর রায়পুরার ইতিহাসের গৌরবের দিন। বীর মুক্তিযোদ্ধারা এই দিন জীবন বাজি রেখে রায়পুরাকে শত্রুমুক্ত করেন। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে নতুন প্রজন্মকে এ ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানান।