মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের হিন্দুপাড়া গড়াগাছি বিলে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে পুকুর খনন চলছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতারা প্রশাসনের নীরবতা কাজে লাগিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, তাহেরপুরের সাবেক মেয়র মিন্টু ও বিএনপি নেতা রউচ এর নেতৃত্বে ৩৫ থেকে ৪০ বিঘা জমি পুকুরে রূপান্তরিত হচ্ছে। তাদের সহযোগিতা করছেন ভেকুর মালিক হান্নান। অভিযোগ উঠেছে, ফসলি জমি খননকাজ বন্ধ করতে গেলে স্থানীয় প্রশাসন জব্দকৃত ভেকুর ব্যাটারি রহস্যজনকভাবে পুনরায় তাদের হাতে পৌঁছে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষকরা জানান, প্রভাবশালীরা টাকার প্রলোভন কিংবা ভয়ভীতি দেখিয়ে জমি দখল করছে। ফলে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং জলাবদ্ধতার সমস্যা তৈরি হচ্ছে।
পুঠিয়া উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশীষ বসাক জানান, অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভেকুর ব্যাটারি জব্দ করেছে। তবে অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে যায়। তিনি জানান, ফসলি জমি রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।
স্থানীয়দের দাবি, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ফসলি জমি ধ্বংসের এই চক্র অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।