spot_img

― Advertisement ―

spot_img

মেরিটাইম ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজের প্রাথমিক পিচিং রাউন্ড অনুষ্ঠিত

মোঃ তাহসীন আজাদ, বশেমুরমেবি প্রতিনিধিঃ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে হাল্ট প্রাইজ ২০২৪-এর ইনিশিয়াল পিচিং রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১৩টি দল...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

মোঃ তাহসীন আজাদ, বশেমুরমেবি প্রতিনিধিঃ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেমিস্টার ফি কমানোসহ ১৭ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, গত সাড়ে তিন মাস ধরে তারা দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছেন।

গত ৩ ডিসেম্বর শিক্ষার্থীদের মনোনীত প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আলোচনা সভায় বসে। সেখানে শিক্ষার্থীরা সেমিস্টার ফি কমানোর জন্য কার্যকরী প্রস্তাব উপস্থাপন করেন এবং ১২ ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবেঃ চসিক মেয়র

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে আগামী ১৫ ডিসেম্বর তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।