তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর পরিচালিত স্কুল শিশুদের মাঝে নতুন বই বিতরণ করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল তিনটায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলিয়নাতনের করিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সিআরসি স্কুল পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের ইবি শাখার সাবেক সভাপতি শাহীদ কাওসার।এসময় সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সহ সভাপতি হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষা ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান ও সংগঠনের কার্যনির্বাহী পরষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাবেক সভাপতি শাহীদ কাওসার বলেন, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) বিশ্ববিদ্যালয় শাখা সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের বাচ্চাদের আমরা শিক্ষার পাশাপাশি বাংলাদেশের সঠিক ইতিহাস শিখাতে চেষ্টা করি তারি ধারাবাহিকতায় আজকের আয়োজন ও শহীদ বুদ্ধিজীবিদের জন্য দোয়া অনুষ্ঠান।
আরও পড়ুনঃ শিক্ষার্থী হেনস্তায় গোল্ডেন লাইনের বাস আটকে রাখলো ইবি শিক্ষার্থীরা
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আমরা সিআরসি পরিবার আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ভালো কিছু করার।ইনশাআল্লাহ সামনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতি সাইফুল ইসলাম বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিআরসি স্কুলের বাচ্চাদের মধ্যে নতুন বই বিতরণ ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেছি যা তাদের জন্য শান্তি বয়ে আনবে। এছাড়া স্কুলের বাচ্চাদের মধ্যে বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরা হয়েছে যা তাদের দেশপ্রেম উদ্ধুদ্ধ করবে।’