মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে চলতি রবি মৌসুমের শুরুতেই সার সংকট ও মূল্যবৃদ্ধির কারণে কৃষকরা বিপাকে পড়েছেন। কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), এবং মিউরেট অব পটাশ (এমওপি) সারের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
কৃষকদের দাবি, ডিলাররা সারের প্রকৃত মূল্য না জানিয়ে বেশি দামে বিক্রি করছেন এবং ক্যাশ মেমোও প্রদান করছেন না। এতে করে কৃষকরা দাম বৃদ্ধি নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার চর মনসা গ্রামের সবজি চাষি আবুল বারাকাত জানিয়েছেন, ইউরিয়া সারের কেজি ৩৫ টাকায়, টিএসপি ৭০ টাকায় এবং ড্যাপ সারের কেজি ৩০ থেকে ৫০ টাকায় কিনতে হয়েছে।
পাইকারি পর্যায়ে সারের দাম বাড়ার কারণে খুচরা বিক্রেতারাও বেশি দামে বিক্রি করছেন। ৫০ কেজি ওজনের টিএসপি সারের দাম বেড়ে সাড়ে ১১শ টাকা ছাড়িয়েছে। একইভাবে, বিএডিসি এবং দেশীয় বিভিন্ন সারেও ১০০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামছুদ্দিন ফিরোজ জানিয়েছেন, সারের সংকট নেই এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি কৃষকদের ক্যাশ মেমো সংগ্রহ করে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে ডিলাররা জানিয়েছেন, সরবরাহজনিত জটিলতার কারণে সময়মতো সার পাওয়া যাচ্ছে না, যা সংকটের প্রধান কারণ।
কৃষকরা সরকারের কাছে এই সংকট সমাধানের দাবি জানাচ্ছেন, যাতে তারা স্বাভাবিক দামে সার কিনতে পারেন এবং ফসল উৎপাদনে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারেন।