spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবন্ধকালীন সময়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল বেরোবি প্রশাসন

বন্ধকালীন সময়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল বেরোবি প্রশাসন

আল হুমায়রা জান্নাতি, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বন্ধকালীন সময়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে প্রধান ফটকের সামনে একটি সতর্কীকরণ নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সতর্কীকরণ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময়ে প্রধান গেট বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স অথবা রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধকরণের পর প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। নোটিশে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আরও পড়ুনঃ নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা হতে পারেন আজীবন নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আবাসিক হলগুলোতে বর্তমানে খুবই অল্পসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছে। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বহিরাগতদের কারণে সৃষ্ট যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।