কুবি প্রতিনিধি: ২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিষয়টি শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
উপাচার্য হায়দার আলী বলেন, “শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার নির্দেশনা দিয়েছে। তাই আপাতত গুচ্ছেই থাকতে হবে। তবে গুচ্ছ পদ্ধতিতে কিছু সমস্যার কথা মন্ত্রণালয়ে জানিয়েছি। গুচ্ছ থেকে বের হওয়ার বিষয়ে আগের সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে নেওয়া হয়েছিল। তাই গুচ্ছেই থাকবো কি না, সেটিও অ্যাকাডেমিক কাউন্সিলের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
২০২৪ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
আরও পড়ুনঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি’র নতুন কমিটি ঘোষণা
গুচ্ছ পদ্ধতি চালু হওয়ার পর থেকেই এর কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। কুবি কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতির কিছু অসুবিধার কথা উল্লেখ করে আগের সভায় স্বতন্ত্র পদ্ধতিতে ফিরে যাওয়ার প্রস্তাব করলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আপাতত গুচ্ছেই থেকে যাওয়ার বিষয়টি প্রাধান্য পাচ্ছে।
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়টি বিবেচনায় রেখে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন উপাচার্য।