spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাবির সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী-নুসরাত

জাবির সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী-নুসরাত

আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান হৃদয়কে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক‌ই ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান সেপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সাবেক সভাপতি খালিদ হাসান ধ্রুব ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাদ, হৃদয় ঘোষ, জাকিয়া সুলতানা , সুমন কুমার ও আশরাফুল ইসলাম,

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শান্ত, খাইরুল ইসলাম, সাকিব সরকার, মনসুর সরকার, নাজমুল হক, কুয়াশা কায়রুজ, ফারজানা ফাইজা তুলি, নাইম খান, ববি, আসলাম, আফরোজা ইসলাম ঊষা ও মেহেদী হাসান।

এছাড়াও কোষাধ্যক্ষ মো.জায়েদ, সাংগঠনিক সম্পাদক মো. তানজিদ আহসান প্রিন্স, মাসুদ রানা,মো.জান্নাত আলী, সাগর আলী, নুসরাত জাহান রুকু,বর্ষা হক ও আব্দুস সবুর, দপ্তর সম্পাদক মো.রিপনুল ইসলাম রবিন,উপ দপ্তর সম্পাদক তাসিন, প্রচার সম্পাদক আব্দুল মোন্নাফ, উপ প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সায়মা তাসনিম লিজা ও উপ- সাংস্কৃতিক সম্পাদক লিমা লাম।

কমিটিতে সাহিত্য বিষয়ক সম্পাদক তুষার আহমেদ লিমন, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক লিমন হক,বিজ্ঞান বিষয়ক সম্পাদক আল আমিন,উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নাসির,উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ইসরাত সুলতানা, আইন বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান,উপ আইন বিষয়ক সম্পাদক উম্মে তামিমা আঁখি,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.হেলাল হোসেন, উপ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পূজা সাহা,পরিবেশ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ,উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সুমি,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. আহাদ রাহমান,উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আল আমিন,পাঠাগার সম্পাদক আতিকুর রহমান ও উপ পাঠাগার সম্পাদক শিলা ইসলাম।

নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান হৃদয় বলেন,ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিটি মানুষের কাছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত সংগঠন। এরকম একটি সংগঠনের দ্বায়িত্ব নেয়ার অনুভূতি বেশ মধুর। সিনিয়রদের দিকনির্দেশনা এবং সহপাঠী ও জুনিয়রদের সাহায্য পেলে আমরা আমাদের সংগঠন কে আরোও সমৃদ্ধ করতে পারবো। এবছর আমরা জুনিয়রদের নবীনবরণ,চড়ুঁইভাতি সহ আরও বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করবো যা আমাদের সকলের মাঝে ভাতৃত্বের বন্ধন কে আরো সুদৃঢ় করবে।

সাধারন সম্পাদক নুসরাত জাহান সেপু বলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে তবুও সবাইকে একসাথে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। আশা করি আমরা ছাত্র কল্যাণ কথাটিকে শুধু বাক্যে আটকে না রেখে কাজে প্রমাণ করতে পারবো। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নেতৃত্বগুন বৃদ্ধি, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে এগিয়ে নিতে চাই।

আরও পড়ুনঃ জাবিতে ফুটপাতবিহীন সড়কে বাড়ছে দুর্ঘটনা

সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি (জাবি), প্রতিবছর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আনাচে-কানাচে থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো ধরনের প্রয়োজনীয় তথ্য প্রদান ও ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীদের আবাসন সমস্যা, অভিভাবক দের জন্য আবাসন ব্যবস্থা, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা, বিনামুল্যে তাদের মোবাইল এবং ব্যাগ রাখার ব্যবস্থা করে থাকে।

এছাড়াও সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে নবীনবরনসহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।জেলার শিক্ষার্থী দের নিজেদের পরিচিত হওয়া থেকে শুরু করে নেতৃত্বগুন, যেকোনো সমস্যার সমাধান ও ভাতৃত্বের অপূর্ব নিদর্শন হয়ে উঠেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি।