spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাভোলায় আল জামিয়াতুল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ভোলায় আল জামিয়াতুল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা জুবায়ের আহমেদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাকসুদুর রহমান। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নুরানি বিভাগ ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। শ্রেণি ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নম্র-ভদ্রতার ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

ফলাফল প্রকাশের আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করতে পেরে মাদ্রাসার পরিচালক ও অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ দেবহাটায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়নে উপস্থিত অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সহযোগীদের আরও সমর্থন ও সহযোগিতার আহ্বান জানানো হয়।