spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মোক্তারপুর ইউনিয়নের ৬০নং মোক্তারপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, আলী নেওয়াজ এর ছেলে মো. আরিফুল ইসলাম ও হেমায়েত উদ্দিন এর ছেলে আল-আমিন।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরিফুল ইসলামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং আল-আমিনের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১০ (ক) ধারায় ১৪ (১) ২৫ নং মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ ছাত্র আন্দোলন দমাতে ১০কোটি টাকা অনুদান ও অস্ত্র সরবরাহের অভিযোগ ফজলে করিমের বিরুদ্ধে

তিনি আরও জানান, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ তৎপর রয়েছে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত কালীগঞ্জ গড়ার আহ্বান জানিয়েছেন।