spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে ঐক্যমঞ্চের আহ্বায়ক নাহিদ ও সদস্য সচিব পলাশ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘ঐক্যমঞ্চ’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বুনন সংগঠনের সভাপতি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির নতুন আইন প্রশাসক অধ্যাপক ড. নূরুন নাহার

ইবির নতুন আইন প্রশাসক অধ্যাপক ড. নূরুন নাহার

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন আইন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার। রবিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় ড. নূরুন নাহারকে বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক অন্যান্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. নূরুন নাহার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আইন প্রশাসক হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করব এবং প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।”

আরও পড়ুনঃ ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অধ্যাপক ড. নূরুন নাহার ইবির আইন বিভাগের একজন অভিজ্ঞ ও সম্মানিত শিক্ষক। তিনি বিভাগের সভাপতি ও প্রথম নারী ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ একাধিক একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন আইন প্রশাসক হিসেবে তার নিয়োগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।