
মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা এবং নগদ ৪ লক্ষ ৬২ হাজার টাকা।
রবিবার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মুন্সিরচর, গুইংগারহাট, উকিলপাড়া এবং মুসলিমপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে।
আটককৃতরা হলেন মো. রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মো. লিটন (৫২), মো. মাহাবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা।
আরও পড়ুনঃ টাকার প্রলোভনে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, কোস্টগার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ভোলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক ও অস্ত্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।