spot_img

― Advertisement ―

spot_img

গ্রাম থেকে শহরে, বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে অন্বয় দেবনাথ ও ‘সায়েন্স বী’র গল্প

মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ ২০২০ সালের মার্চ মাস। দেশে হঠাৎ করে শুরু হয় কোভিড-১৯ জনিত লকডাউন। থেমে যায় শিক্ষা কার্যক্রম, পিছিয়ে যায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবুটেক্সে ২৫ কোটি টাকার অত্যাধুনিক মেশিনারিজ নিয়ে নতুন বিভাগ চালু

বুটেক্সে ২৫ কোটি টাকার অত্যাধুনিক মেশিনারিজ নিয়ে নতুন বিভাগ চালু

মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে নতুন বিভাগ ‘টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং’। বিভাগটির আসন সংখ্যা ৪০। নতুন এই বিভাগটির শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি কার্যক্রম শুরু করার প্রস্তুতি প্রায় সম্পন্ন।

নতুন এই বিভাগে রয়েছে প্রায় ২৫ কোটি টাকার অত্যাধুনিক মেশিনারিজ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ, এক্স-রে ডিফ্র্যাক্টোমিটার, ডায়নামিক মেকানিক্যাল অ্যানালাইজার, থার্মোগ্র্যাভিমেট্রিক অ্যানালাইজার, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, থ্রি-ডি প্রিন্টার, ফাইবার ও পলিমার টেস্টিং যন্ত্র। এসব যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীরা পদার্থের গঠন, বৈশিষ্ট্য এবং ব্যবহার নিয়ে গবেষণা করতে পারবে।

বিভাগের আধুনিক ল্যাবগুলোতে ন্যানোটেকনোলজি, পলিমার সাইন্স, কম্পোজিট ম্যাটেরিয়ালস, বায়োম্যাটেরিয়ালস নিয়ে গবেষণা করার সুযোগ থাকবে। এ ছাড়া বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী টেস্টিং এবং উন্নয়নের কাঠামোগত কাজ করা যাবে।

বিভাগটির ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মো. মামুন কবীর জানান, “টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর মূল উদ্দেশ্য হলো পদার্থের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে তা প্রযুক্তি, শিল্প এবং পরিবেশবান্ধব সমাধানের জন্য ব্যবহার করা। এটি উচ্চমানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, যন্ত্রগুলোর কার্যক্ষমতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ভবিষ্যতে উদীয়মান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন মেশিনারিজ সংযোজনের পরিকল্পনাও রয়েছে।

বিভাগটিতে স্নাতকোত্তর (মাস্টার্স) এবং ডক্টরেট (পি.এইচ.ডি) পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ লাভের সম্ভাবনাও উজ্জ্বল।

বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, “বিভাগটি থেকে বড় ধরনের ফলাফল পেতে সময় লাগবে। কারণ এটি একটি গবেষণাধর্মী বিভাগ। তবে ভবিষ্যতে টেক্সটাইল খাতের সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে গবেষণার ফলাফল সীমিত হলেও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে গভীর গবেষণায় অবদান রাখতে পারবে।”

আরও পড়ুনঃ ইবি শিক্ষক হাফিজের স্থায়ী অপসারণের দাবিতে বিক্ষোভ ও উপাচার্য বাসভবন ঘেরাও

বিভাগটি এমন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত, যারা বিজ্ঞানের বিভিন্ন শাখায় আগ্রহী এবং গবেষণার মাধ্যমে শিল্প ও প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচনে উৎসাহী। এটি ভবিষ্যতের টেকসই প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখতে সক্ষম শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে।

বুটেক্সের নতুন বিভাগ টেক্সটাইল খাতে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার নতুন দুয়ার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তবে এর দীর্ঘমেয়াদি সফলতা নির্ভর করবে মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং দক্ষ জনবল তৈরির ওপর।