spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাদারুল ইহসান ট্রাস্টের ফয়জুল কবীর কমিটির কাজে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

দারুল ইহসান ট্রাস্টের ফয়জুল কবীর কমিটির কাজে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টার: দারুল ইহসান ট্রাস্ট ২০০৬-এর মুহাম্মদ ফয়জুল কবীরের নেতৃত্বাধীন RJSC / 436 পাল্টা কমিটির কার্যক্রমের স্থগিতাদেশ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃদ্ধি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত মঙ্গলবার এই আদেশের লিখিত কপি প্রকাশ করা হয়।

দারুল ইহসান ট্রাস্ট/১৯৮৬ অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ প্রতিষ্ঠিত একটি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। তবে ২০০৬ সালে মুহাম্মদ ফয়জুল কবীর ও সৈয়দ আলী নকী মূল ট্রাস্টের অগোচরে একই নামে RJSC-তে আরেকটি ট্রাস্ট নিবন্ধন করেন।

এ ঘটনায় মূল ট্রাস্ট (১৯৮৬) ঢাকার সহকারী জজ প্রথম অতিরিক্ত আদালতে ২১৩/২০০৬ নং দেওয়ানি মোকদ্দমা দায়ের করে।

এরপর বাদী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৮৬৪/২০১৯ নং আবেদন দায়ের করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পাশাপাশি দারুল ইহসান ট্রাস্ট/১৯৮৬ আপিল বিভাগে নিয়মিত সিভিল আপিল নং ২৫/২০২৩ দায়ের করে।

গত ৫ ডিসেম্বর শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ মুহাম্মদ ফয়জুল কবীর কর্তৃক RJSC-তে দাখিলকৃত পাল্টা ট্রাস্ট কমিটি গঠন ও কার্যক্রমের উপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ নরসিংদীতে মসজিদ থেকে বের হতেই গুলিবিদ্ধ ওয়ার্ড বিএনপি সভাপতি

পরবর্তীতে ২৮ জানুয়ারি দারুল ইহসান ট্রাস্ট/১৯৮৬-এর আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ পূর্ববর্তী স্থগিতাদেশের মেয়াদ মূল মামলা (সিপি ২৫/২০২৩) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ রাখার নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের এই আদেশ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আদালতের আদেশ লঙ্ঘন করলে দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষ আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হবেন।

এ বিষয়ে বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ড কর্তৃক স্বাক্ষরিত ল’ইয়ার্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে।