
মোঃ শাকিল শাহরিয়ার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলা। একটি মেসে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘঠান। এ ঘটনায় পুলিশের অভিযানে মূল পরিকল্পনাকারী ইফতিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদরের পাচুরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ইয়াজদানী আলী, মাহাদী হাসান তাহমিদ, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা, আব্দুল্লাহ আল খালেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরানসহ মোট আটজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা জানান, ‘তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করেছিস’ বলে অকথ্য ভাষায় গালাগাল করে স্থানীয় সন্ত্রাসী ইফতির নেতৃত্বে হামলা চালানো হয়।
ঘটনার পর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সদর থানায় গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের দাবি জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সোহেল হাসান থানায় উপস্থিত হয়ে প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
আরও পড়ুনঃ ভোলায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে ২৪ ঘণ্টা পর বাস মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহত শিক্ষার্থী সেলিম রেজা বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জের এডিশনাল এসপি কাজী মাহবুবুল আলম জানান, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ইতোমধ্যে হামলার মূল পরিকল্পনাকারী ইফতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রতিটি সদস্য এ ঘটনায় তৎপর রয়েছে বলেও জানান তিনি।