spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। উপাচার্য জাতীয় পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালনের আহ্বান জানান। আহত শিক্ষার্থীদের জন্য ফি মওকুফ। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ ছাত্রদলের দাবি বাস্তবায়নে চলতি মাস সময় নিলেন ইবি উপাচার্য

প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ৭ দিনব্যাপী চলবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।